১০জুন শুরু অযোধ্যায় মন্দির নির্মান



বারবার ভারতের রাজনীতির সঙ্গে আগাগোড়া জড়িয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণ। অবশেষে গত বছর নভেম্বর মাসে  শীর্ষ আদালতের হস্তক্ষেপে রাম মন্দির নির্মাণে শিলমোহর পড়েছে।

 রাম নবমী বা অক্ষয় তৃতীয়াতে কথা থাকলেও শুরু হয়নি রাম মন্দির নির্মাণ। এবার করোনাকে সঙ্গী করেই সে কাজে নামছে ট্রাস্ট। প্রথমে শিবের আরাধনা তারপর শুরু হবে মন্দির নির্মাণের কাজ। ১০ জুন সকাল ৮ টা থেকে মহাদেব আরাধনা শুরু হবে শশাঙ্ক শেখর মন্দিরে। এমনটাই প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

পুরাণে কথিত আছে সীতাকে লঙ্কায় রাবণের কাছ থেকে যুদ্ধ করে নিয়ে আসার আগে শিব পুজো করেছিলেন স্বয়ং রাম। এবারেও রামলালার মন্দির নির্মাণের পূর্বে জটাধারীর আরাধনা হবে অযোধ্যায়। টানা ২ ঘন্টা আরাধনা শেষে শুরু হবে রাম মন্দির নির্মাণ। ৯ নভেম্বর শীর্ষ আদালতের রায় ঘোষণার পর রাম মন্দিরের ট্রাস্ট নির্মাণের জন্য সময় ছিল তিন মাস।

দিল্লি নির্বাচনের তিন দিন আগে লোকসভায় সেই ট্রাস্ট গঠনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সরকার পক্ষের সাংসদরা সেদিন “জয় শ্রী রাম” ধ্বনি তুলেছিলেন। তারপর কেটে গিয়েছে বহু দিন। ১০ জুন মন্দির নির্মাণের কাজ করবে এল অ্যান্ড টি সংস্থা। ইতিমধ্যেই আয়োজন তুঙ্গে।

2 thoughts on “১০জুন শুরু অযোধ্যায় মন্দির নির্মান”
  1. Very good info. Lucky me I discovered your site by accident (stumbleupon). I have book-marked it for later!

  2. Can I just say what a comfort to find somebody who truly understands what theyre talking about on the net. You certainly understand how to bring a problem to light and make it important. A lot more people really need to look at this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely possess the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved.Rajbangshi.com