প্রশ্ন ১. হরেকৃষ্ণ নাম কেন মহামন্ত্র ? হরেকৃষ্ণ নামের মহিমা কি?
উত্তর : হরেকৃষ্ণ মহামন্ত্র কে মহামন্ত্র বলার কিছু কারণ হলো, তা মন্ত্র ও নাম উভয়ই। অন্য মন্ত্রে যেমন দীক্ষা প্রদান করা হয়, হরেকৃষ্ণ মহামন্ত্রে তেমনি দীক্ষা প্রদান করা হয়। আবার তা গ্রহণ করবার জন্য দীক্ষারও অপেক্ষা করতে হয় না। গুরুদেব শিষ্যকে মহামন্ত্র দীক্ষা প্রদান করেন। গৌড়ীয় সম্প্রদায়ে এ ধারা প্রচলিত। যদি তা কেবল নাম হতো, তাহলে গুরুর কাছ থেকে দীক্ষার প্রয়োজন হতো না।
প্রশ্ন ২. বেদ কেন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ? বেদ কয় প্রকার ও কি কি? প্রত্যেক হিন্দুর কেন বেদ পড়া উচিত?
উত্তর : বেদ হল প্রাচীন ভারতে লিপিবদ্ধকৃত সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ এবং ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন । ঈশ্বরই এ জগৎ সংসারের প্রবর্তক। তিনি পৃথিবী কিভাবে চলবে তার একটি নির্দেশিকা দিয়েছেন, সে নির্দেশিকাই হল বেদ। তাইতো ঋষি মনু বলেছেন, “বেদঃ অখিলধর্মমূলম্। বেদ অখিল বিশ্বব্রহ্মাণ্ডের ধর্মের মূল। প্রায় একই কথা ধর্মসূত্রকার ঋষি গৌতমও বলেছেন- “বেদঃ ধর্মমূলম্। বেদের জ্ঞানকে ঈশ্বরের নি:শ্বাসরূপে অবিহিত করা হয়েছে।
প্রশ্ন ৩. কর্মের ফল কেন ভুগতেই হবে ?
উত্তর : যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি।ইহাই আমার বিচার।” (সচ্চিদানন্দময় ভগবানশ্রীকৃষ্ণ)
প্রশ্ন ১. হরেকৃষ্ণ নাম কেন মহামন্ত্র ? হরেকৃষ্ণ নামের মহিমা কি?
বিস্তারিত পড়ুন এখানে
উত্তর :